Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা এবং ধাপ
বিস্তারিত

যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা যেভাবে প্রদান করে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ

কিসে     ০১।   প্রশিক্ষণ সংক্রান্ত সেবা ।

            ০২।   আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ বিতরণ সংক্রান্ত সেবা ।

            ০৩।  যুব সংগঠন তালিকাভূক্তকরণ সংক্রান্ত সেবা ।

            ০৪।  যুব সংগঠন অনুদান প্রদান সংক্রান্ত সেবা ।

           ০৫।   পুরস্কার প্রদান সংক্রান্ত সেবা ।

          ০৬।   যুব উন্নয়ন  অধিদপ্তর ও বেসরকারী স্বোচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচী ভিত্তিক

                    নেটওয়ার্কিং জোরদার করণ সংক্রান্ত সেবা ।

সেবা ও সেবার ধাপসমূহ :

     ০১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা:

   ক্র:    

  নং

সেবার নাম

সেবা গ্রহীতা

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্স শুরুর মাস

বয়স ও শিক্ষাগত যোগ্যতা

কোর্সের ধরণ ও ভাতার পরিমান

 

 তথ্য সরবরাহকারী

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

 

০৯

    ক)

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

প্রতিবন্ধী,দুস্থ, নেশাগ্রস্থ ও বেকার যুব ও

 যুব মহিলা।

০১।০২ মাস ১৫ দিন মেয়াদী গবাদিপশু,হাঁস মুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ কোর্স।

জুলাই অক্টোবর,জানুয়ারী ও এপ্রিল

১৮-৩৫ বছর

৮ম শ্রেণী   

 পাশ

  আবাসিক     

  (মাসিক ১২০০/=  

 হারে)  ভাতা  প্রদান  করা হয়।

 

 উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/ সহকারীপরিচাক/ কো-অডিনেটর /উপ-পরিচালক

০২। ০৩ মাস ও ০৬ মাস মেয়াদী পোষাক তৈরী ।

জুলাই অক্টোবর,ও

জানুয়ারী 

১৮--৩৫ বছর এইচ এস সি পাশ

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

সহকারী পরিচালক/ উপ-পরিচালক

 ০৩। ০১ মাস মেয়াদী মৎস্য চাষ

প্রতি মাসে

১৮--৩৫ বছর ৮ম শ্রেণী পাশ

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/ সহকারীপরিচাক/উপ-পরিচালক

০৪। ০৪ মাস মেয়াদী ব্লক ও বাটিক ওস্ক্রীন প্রিন্টিং ।

জুলাই,

নভেম্বর ও মার্চ

১৮-৩৫ বছর

 ৮ম শ্রেণী 

   পাশ

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/ সহকারীপরিচাক/ উপপরিচালক

০৫।০৬ মাস মেয়াদী মডার্ণ অফিস ম্যানেজরমন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন।

জুলাই,ও জানুয়ারী

১৮-৩৫   

  বছর

 এইচ এস   

   সি

 পাশ

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/ সহকারীপরিচাক/

উপ-পরিচালক

০৬। ০৬ মাস মেয়াদী  কম্পিউটার (বেসিক)।

জুলাই,ও জানুয়ারী

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/ সহকারীপরিচাক/

উপ-পরিচালক

০৭।০৬ মাস মেয়াদী কম্পিউটার

 ( গ্রাফিক্স)।

জুলাই,ও জানুয়ারী

ও বেসিক কোর্স পাশ

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

০৮। ০৬ মাস মেয়াদী ইলেক্ট্রনিক্স

    ঐ

১৮-৩৫       

  বছর

 এস এস সি 

    পাশ

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

০৯। ০৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং।

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

       ঐ

১০। ০৬ মাস মেয়াদী ইলেকট্রক্যাল এন্ড হাউস ওয়ারিং

 

১৮-৩৫ বছর

৮মশ্রেণী   

 পাশ

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

 

 খ)

অপ্রাতিষ্ঠানিক  

  প্রশিক্ষণ

(স্থানীয় চাহিদার ভিত্তিতে)

প্রতিবন্ধী,দুস্থ, নেশাগ্রস্থ ও বেকার যুব ও

 যুব  মহিলা।

০১।০৭(সাত) দিন মেয়াদী, পারিবারিক হাঁস মুরগীপালন, ছাগল পালন,গাভী পালন,গরু মোটা তাজাকরণ, পারিবারিক  সব্জিচাষ, মাছ শুটকীকরণ,জাল তৈরী, ব্লক ও বাটিক প্রিন্টিং ,হর্টিকালচার।

একই

এলাকায় কমপক্ষে ৪০ জন বেকার যুব ও যুব মহিলাএকত্রে  ব্যাচ গঠন করতে হবে। এবং সুবিধাজনক

 সময়ে কোর্স শুরু করা হয়।

১৮-৩৫ বছর ৫ম ,

৮ম শ্রেণী পাশ

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

০২। ১৪দিন মেয়াদীনার্সরিী,বাঁশ ও বেতের কাজ,ফুল চাষ, এম্ব্রয়ডারী, নকশী কাঁথা, হস্তশিল্প,মাশরুম চাষ, পাটের তৈরী সামগ্রী,

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না

 

০৩। ২১দিন মেয়াদী মোবাইল সার্ভিসিং, স্যানেটারী ল্যাট্রিন এর রিং স্লাব তৈরী, কাঠ মিস্ত্রি ।

মোবাইল সার্ভিসিংএর ক্ষেত্রে এস এস সি পাশ।

অনাবাসিক

কোন ভাতা দেয়া হয় না