Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

নাম

আওতাভূক্ত সংগঠন

সারসংক্ষেপ

যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কমর্সূচী ভিত্তিক নেটওয়ার্কিং জোরদারকরণ প্রকল্প।

০১। স্যোসাল ডেভেলপমেন্ট    

   অগা©নাইজেশন(এসডিও), ভাটিয়া 

   বাজার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

০২। অগা©নাইজেশন ফর পিপলস 

   (অপি)করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

ক্লাব ভিত্তিক যুব কমর্সূচী সারাদেশে সম্প্রসারন ও জোরদার করনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কমর্সূচী ভিত্তিক নেটওয়ার্কিং জোরদার করা এর মূল লক্ষ্য। এ প্রকল্পের মাধ্যমে বেকার যুবদের লাভ জনক কমর্সংস্থান বা আত্মকমর্সংস্থানের জন্য যুব সংগঠনের সহায়তায় স্থানীয় চাহিদা ভিত্তিক জীবন দক্ষতা ও দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর আওতায় চলতি অথ©বছরে দুটি সংগঠনের (২২+২২)=৪৪ জন যুব ও যুব মহিলাকে বেসিক কম্পিউটার বিষয়ে ১০দিন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রকল্প পরিদর্শন

 

 

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মহোদয় প্রতি মাসেই এক এক উপজেলায়র প্রকল্প পরিদর্শন করেন।